আশফাকুর রহমান
আধুনিকতা তৈরি করেছে একা একা চলার গোপন রাস্তা। এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যেখান থেকে শুরু হয়েছে এই রাস্তার, সেটা খোঁজার উপায় বলছে উত্তর-আধুনিকতা। এ ধারণায় এই সময়ে একা একজন সৃজনশীল মানুষ কতটা নিয়ম মেনে তার সাধনায় নিমজ্জিত হন, কতটা তিনি সাধনাকে ব্রত মনে করেন—সেটিও আসলে আপেক্ষিক। অন্বেষণ কিংবা অনুসন্ধানের কোনো ব্যতিক্রম ঘটে না সৃজনশীলতার পাটাতনে—এটাই শাশ্বত, সত্যি। সনদ বিশ্বাস এই যাত্রায় যুক্ত হয়েছেন স্বতঃস্ফূর্ততার সঙ্গে। শিল্পী হওয়ার অভিপ্রায়ে একটার পর একটা পর্ব পেরিয়ে তিনি থিতু হতে চেয়েছেন একটি বিশেষায়িত প্রকাশভঙ্গির কাছে। READ MORE